ঈদের ছুটিতে মাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে গিয়েছিলাম। লম্বা ছুটি কাটিয়ে আবার ব্যস্ত হওয়ার পালা।এ ছাড়া আমরা ছয় বন্ধু-বান্ধবী মিলে একটি নতুন চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। চলচ্চিত্রের নাম ‘ভেলকিবাজি’। এটির গল্প লিখেছেন সুদীপ কুমার দীপ ও এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন মাসুব বাবুল। এই চলচ্চিত্রটির শুটিং করতে আবার দেশের বাইরে যেতে হবে। গত জুনের এক রাতে একটি জন্মদিনের অনুষ্ঠান শেষে হাতিরঝিল মহানগর ব্রিজে গাড়ি থেকে আমরা ছয় বন্ধু নেমে আড্ডার সময় কয়েকটি বখাটে ছেলে আমাদের উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে বিষয়টি আমরা শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে ফোন করলে পুলিশি নিরাপত্তায় আমরা ওই বখাটে ছেলেদের থেকে বেঁচে যাই।আমরা এই বখাটেদের অশোভনীয় আচরণের জন্য সঠিক বিচার চাই।
