বাংলাদেশে প্রতি বছর ১২ লাখ ৫০ হাজার টন তরলিকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে নেদারল্যান্ডভিত্তিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ভিটলের সাথে চুক্তি করেছে কাতারের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কাতার পেট্রোলিয়াম (কিউপি)। সোমবার কিউপির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। চুক্তির আওতায় বাংলাদেশে ভিটলের গ্রাহকদের জন্য তরলিকৃত গ্যাসের সরবরাহ এই বছরের শেষ থেকে শুরু হতে যাচ্ছে।
ভিটল বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ করা বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান, যার বার্ষিক রাজস্ব টেক জায়ান্ট অ্যাপলের সাথে তুলনীয়। সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্যানুসারে, ২০১৯ সালে ভিটল প্রতিদিন ৮০ লাখ ব্যারেলের বেশি ক্রুড তেল ও পেট্রোলিয়াম লেনদেন করেছে। ১৬ কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ দেশীয় গ্যাসক্ষেত্রের সরবরাহ ফুরিয়ে আসায় ভারত ও পাকিস্তানের সাথে আগামীতে গুরুত্বপূর্ণ তরলিকৃত গ্যাস আমদানিকারক হিসেবে প্রতিষ্ঠিত হতে চলছে।
২০১৯ সালে বাংলাদেশ ৩৮ লাখ ৯০ হাজার টন তরলিকৃত গ্যাস আমদানি করেছে।