নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সিটি স্কুলে সরকারি নিয়মনীতি না মেনেই চলছে পাঠদান এবং পরীক্ষা। এম এ হাশেম ইয়াতুননেছা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলটির প্রধান ফটকে জাতীয় পতাকা উড়ছে। প্রতিটি শ্রেণি কক্ষের দরজা বন্ধ। ক্লাস রুমের দরজা খুলতেই দেখা গেল স্যাররা দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যবিধি না মেনেই ক্লাস করাচ্ছেন। অষ্টম ও নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ক্লাস-পরীক্ষা নেওয়া হচ্ছে।
নবম শ্রেণির শিক্ষাথী মোহনা বলেন, আমরা প্রতি সপ্তাহে আমাদের স্কুলে এসে তিন দিন ক্লাস করে যাই। করোনাকালে আমরা ক্লাসে উপস্থিত না থাকার ফলে লেখাপড়ায় অনেক পিছিয়ে পড়েছি। এতে আমাদের শিক্ষকরা দায়িত্ব নিয়ে আমাদের ক্লাসের সুযোগ করে দিয়েছেন। দশম শ্রেণির শিক্ষার্থী জোনায়েদ হোসেন বলেন, সামনে আমাদের এসএসসি পরীক্ষা। সেদিকে খেয়াল রেখে পরীক্ষা-ক্লাসের তাগিদ দিয়েছেন স্যাররা।
সহকারী শিক্ষিকা বীথি ভৌমিক জানান, করোনার কারণে বাচ্চাদের পড়ালেখা একেবারেই বন্ধের পথে। প্রতি শনিবার তাদের প্রতিষ্ঠানে এনে পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট করানো হয়। স্কুলটির প্রধানশিক্ষক মোজাম্মেল হক রানা বলেন, করোনার সময় শিক্ষকরা কষ্টে ছিল। আমাদের নতুন প্রতিষ্ঠান, নতুন চ্যালেঞ্জ। বাচ্চাদের শতভাগ পাশ করাতেই হবে। সরকারি নিয়মনীতির ব্যাঘাত করছে কিনা জানতে চাইলে তিনি অকপটে স্বীকার করে বলেন, আমরা অ্যাসাইনমেন্ট ও পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের ক্লাসে এনে পড়া সম্পন্ন করছি। নিউজটি না করার জন্যও অনুরোধ করেন তিনি।
বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হোসেন বলেন, আমরা সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনেই স্কুলটি পরিচালনা করছি। অনলাইন ও অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার জন্য বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত হন। এম এ হাশেম ইয়াতুননেছা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন বলেন, প্রতি শনিবার শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হচ্ছে। ছাত্র-ছাত্রীরা অ্যাসাইনমেন্ট জমা দিতেই আসে স্কুলটিতে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মুস্তাইম বিল্লাহ বলেন, সরকারি নীতি অমান্য করে কোনো স্কুলে পরীক্ষা ও ক্লাস নেওয়ার কোনো সুযোগ নাই। কেউ নীতিমালা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান চালালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।