ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তিন খেলায়ই বাংলাদেশ দলকে ব্রেক থ্রু এনে দিলেন মোস্তাফিজুর রহমান।
প্রথম ম্যাচে ৯ রানে ক্যারিবীয় ওপেনিং জুটি ভাঙেন মোস্তাফিজ। দ্বিতীয় ম্যাচে সেই সুনীল অ্যামব্রিসকে আউট করে ১০ রানে উইন্ডিজের ওপেনিং জুটি ভাঙেন বাংলাদেশ দলের অন্যতম সেরা এ পেসার।
সোমবার সিরিজের শেষ ম্যাচেও টাইগারদের ব্রেক থ্রু উপহার দেন মোস্তাফিজ। দলীয় ৭ রানে আগের দুই ম্যাচে সুনীল অ্যামব্রিসকে আউট করে ব্রেক থ্রু দেয়া এ পেসার এদিন ফেরান কেজর্ন ওটলিকে।