আবুধাবিতে ইসরায়েলের দূতাবাস খোলার ঘোষণার পর এবার তেলআবিবে দূতাবাস স্থাপনে আনুষ্ঠানিক অনুমোদন ঘোষণা দিয়েছে আরব আমিরাতের মন্ত্রীপরিষদ। গতকাল রবিবার আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানায়। একই দিন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রবিবার থেকে আবুধাবিতে ইসরায়েলের দূতাবাস আনুষ্ঠানিকভাবে খোলা হবে। দূতাবাসের স্থায়ী ঠিকানা না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে এটি চালু থাকবে বলে বিবৃতিতে বলা হয়।
গত আগস্টে স্বাধীন ফিলিস্তিন গঠনে আরব দেশগুলোর দীর্ঘদিনের দাবী পাশ কাটিয়ে ট্রাম্প প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত
সম্পর্ক স্বাভাবিককরণের ঘোষণা দেয়। আমিরাতকে অনুসরণ করে ধারাবাবিহক ভাবে বাহরাইন, সুদান ও মরক্কো ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। দাবী অপূরণ রেখেই ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্কের মোড়কে ফিলিস্তিনিরা তাদের পিঠে ‘ছুড়িকাঘাত’ বলে আখ্যায়িত করে।