সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও কোচ জিনেদিনে জিদানের। কদিন আগে আলকোয়ানের মতো অচেনা ক্লাবের কাছে হেরে কোপা ডেল রে কাপ থেকে ছিটকে পড়ে দলটি। এই ম্যাচের পর জিদানের কোচিং ক্যারিয়ার নিয়ে শঙ্কা তৈরি হয়। এরই মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার দুঃসংবাদ পান জিদান। এমন দুঃসময়ে শিষ্যরা ঠিকই কোচের মুখে হাসি ফোটালেন।
আইসোলেশনে থেকে দলের দাপুটে জয় উপভোগ করলেন জিদান। টানা তিন ম্যাচ জয়শূন্য থাকার পর লা লিগায় শনিবার রাতে আলাভেসের জালে এক হালি গোল জমা করেছে রিয়াল মাদ্রিদ। জবাবে একটিমাত্র গোল শোধ করতে পেরেছে আলাভেস। মাদ্রিদের পক্ষে জোড়া গোল করেন দলটির তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। ম্যাচের ১৫ মিনিটেই কর্নার কিক থেকে দারুণ হেডে স্প্যানিশ জায়ান্টদের এগিয়ে দেন কাসেমিরো। ৪১ মিনিটে হ্যাজার্ডের কাছ থেকে ডি-বক্সের মাথায় বল পেয়ে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠনা ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।
২-০ তে এগিয়ে থেকে শেষ হতে পারত প্রথমার্ধ। কিন্তু যোগ করা সময়ে গোল পেয়ে যান হ্যাজার্ড নিজেই। টনি ক্রুসের উঁচু করে মারা বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে ব্যবধান ৩-০ করেন বেলজিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষ দিকে পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুই গোল তুলে নেয় রিয়াল। দ্বিতীয়ার্ধে নেমে ৬০ মিনিটের মাথায় এক গোল শোধ করে আলাভেস। লুকাস পেরেসের ফ্রি কিক থেকে চমৎকার হেডে মাদ্রিদ গোলরক্ষক থিবু কোর্তোয়াকে পরাস্ত করেন হোসেলু।
ওই একগোলই ছিল আলাভেসের সাফল্য। প্রতিপক্ষকে আর স্বপ্ন দেখার সুযোগ দেয়নি জিদানের দল। উল্টো ৭০ মিনিটে লুকা মদ্রিচের পাস থেকে বল পেয়ে আলাভেসের জালে হালি পূরণ করেন সেই বেনজেমা। রেফারির শেষ বাঁশিতে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এ ফলের পর ১৯ ম্যাচে ১২ জয় আর চার ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে উঠেছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।