কাহালু পৌর নির্বাচনের ভোট চাওয়া কেন্দ্র করে গতকাল সকাল ১০টার দিকে নৌকার সমর্থক আবুল কালামের ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে ধানের শীষের সমর্থকদের বিরুদ্ধে। হামলার শিকার আবুল কালামকে অজ্ঞান অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে নৌকার সমর্থকরা সন্ধ্যায় বিক্ষোভ-মিছিল বের করেন। উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ জানান, সাগাটিয়া পশ্চিমপাড়ায় আমরা ভোট চেয়ে ফিরছিলাম। এ সময় আমাদের নৌকার সমর্থক সাগাটিয়া গ্রামের আবুল কালাম পেছনে পড়লে পরিকল্পিতভাবে তার ওপর অতর্কিত হামলা চালায় ধানের শীষের সমর্থক সাগাটিয়া গ্রামের ফয়েজের ছেলে শাহিন। তাদের পরিকল্পনা অনুযায়ী ধানের শীষের কয়েক সমর্থক সমবেত হয়ে এই ঘটনা ঘটায়।
তবে এ প্রসঙ্গে কাহালু পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম জানান, ভোট চাওয়া নিয়ে তাদের দুজনের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। কাহালু থানার অফিসার ইনচার্জ মো. জিয়া লতিফুল ইসলাম জানান, বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে অবগত হয়েছি। তবে এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি।