ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর অগ্নিসংযোগ ও রেললাইন উপড়ে ফেলার ঘটনায় ১২শ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার মহিদুর রহমান বাদী হয়ে বুধবার বিকেল ৩টায় আখাউড়া রেলওয়ে থানায় এ মামলাটি দায়ের করেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা স্টেশনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও দুর্বৃত্তরা রেললাইনের ফিসপ্লেট খুলে রেললাইন উপড়ে ফেলে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ সময় স্টেশন মাস্টারকেও মারধর করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার মো. মহিদুর রহমান বাদী হয়ে আখাউা রেলওয়ে থানায় ১২শ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে। মামলাটি তদন্ত করতে দেয়া হয় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সালাউদ্দিনকে।