বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা লক্ষ্মীপুর জেলা জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন।
বুধবার দুপুর ১টার দিকে তিনি আদালত এলাকা পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী, প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান, হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার বেগম ফারজানা ইয়াসমিন এবং শরীফুল আলম ভূঁঞা, হাইকোর্ট বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা-১ মো. মোশারফ হোসেন, অফিস সহায়ক শ্রী টুটুল চন্দ্র চৌধুরী প্রমুখ। তারা আদালত চত্বরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
এদিকে লক্ষ্মীপুর আইনজীবী সমিতি কর্তৃক নবনির্মিত নতুন ভবনকে কেন্দ্র করে জেলার আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি পালন করে আসছেন। উক্ত ভবনটিও সরেজমিনে দেখেন প্রধান বিচারপতি।
এ সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের, আইনজীবী সমিতির সভাপতি জি এম আব্দুল নুরসহ আইনজীবী নেতারা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকেল ৫টার দিকে জেলা জজ শীপের জুডিশিয়াল কনফারেন্সে অংশগ্রহণ করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।