পূর্ব ঘোষণা অনুযায়ী ১৬ জানুয়ারি পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রয়েছে তবে পরিস্থিতি বিবেচনায় চলতি সপ্তাহে আবারো বাড়ানো হচ্ছে ছুটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী এপ্রিল মাসের আগে স্কুল কলেজ খোলার কোনো পরিকল্পনা আপাতত নেই। অর্থাৎ গরম মৌসুমের আগে শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরানোর চিন্তা করছে না সরকার। সবদিক বিবেচনায় এপ্রিলের আগে খুলছে না স্কুল কলেজ।
সম্প্রতি শিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন বলেছেন শিক্ষাপ্রতিষ্ঠারে ছুটি আবারো বাড়ানো হবে। তবে কতদিন এই ছুটি বাড়ছে তা তিনি নিশ্চিত করেনি। অবশ্য শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলে ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। আগামী এপ্রিল মাসকে টার্গেট নিয়ে স্কুল কলেজ খোলার একটি প্রস্তুতি রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।