করোনাকালীন সাফিয়া ফাউন্ডেশনের হয়ে অসহায়, দুস্থ্যদের পাশে দাঁড়িয়েছেন তিনি। এবার সালমা নিজস্ব অর্থায়নে ময়মনসিংহের হালুয়াঘাটে একটি রিসোর্ট নির্মাণ করছেন।
এ প্রসঙ্গে সালমা বলেন, ‘অনেকদিন ধরেই এমন একটি পরিকল্পনা করছিলাম। অবশেষে সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। ক’দিন আগেই রিসোর্টটির কাজ শুরু করেছি। এর নাম দিয়েছি “ইউরোপিয়ান পার্ক”। সব ঠিক থাকলে আগামী মার্চ-এপ্রিলে এটি উন্মুক্ত করতে পারবো। আশা করছি, বিনোদন পিয়াসীদের জন্য এটি দারুণ একটি স্থান হবে।’
এদিকে, সম্প্রতি ‘হায়দার’ ছবির গানে কণ্ঠ দিয়েছেন সালমা। গানের কথা লিখেছেন ছবির পরিচালক রুবেল আনুশ। সুর-সংগীত করেছেন সোহেল রাজ।