বখতিয়ার রহমান, পীরগঞ্জ(রংপুর) ঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় এর সঙ্গে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকালে প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবেব সম্পাদক মাজহারুল আলম মিলন, সাংবাদিক আব্দুল্লাহিল বাকী বাবলু, কামরুল হাসান জুয়েল, গোলাম কবীর বিলু, বখতিয়ার রহমান, খন্দকার আল ইমরান, শাহ মোহাম্মদ সাদা মিয়া, অমিতাব বর্মন, আনজারুল হক প্রমুখ ।
সভায় পীরগঞ্জের বিভিন্ন স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহন, অবৈধ ইট ভাটা গুলিতে নিয়ম বহির্ভুত কাঠ খড়ি ও টপ সোয়েল এর ব্যবহার, হাট বাজার গুলোর অব্যবস্থাপনা, লাইসেন্স বিহীন স-মিল এবং পীরগঞ্জের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের অনিয়ম ও দুর্ণিতী সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ।
আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় উল্লেখিত বিষয় গুলির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন ।
