খুলনা মহানগন পুলিশের মাদক বিরোধী অভিযানে ছয় বোতল ফেনসিডিল, ২৪০ গ্রাম গাঁজা এবং মাদকদ্রব্য বিক্রির দু’হাজার একশ’ টাকাসহ সর্বমোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। কেএমপির সিটি স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ জাহাঙ্গীর(৩৫), রিপন হাওলাদার(৩৫), মোঃ তরিকুল শেখ(২৫), মোঃ মিজানুর রহমান ওরফে নান্না(৪৭), মোঃ রাকিবুল শিকদার(১৯), সজীব হাওলাদার(২০), মোঃ সংগ্রাম(৪৫) এবং মোঃ হালিম গাজী(২০)।
