বখতিয়ার রহমান, পীরগঞ্জ (রংপুর) ঃ
করোনায় আক্রান্ত বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সুস্থতা কামনায় রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সন্ধার পর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল পুর্ব আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক মাহমুদ উন নবী চৌধুরী পলাশের সভাপতিত্বে এক আলেঅচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, সাংগঠনিক স¤পাদক ও পীরগঞ্জ পৌর কাউন্সিলর সাইফুল আজাদ , সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, বিএনপি নেতা ইয়াতিমুলন হক লিটন, উপজেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ, সদস্য সচিব আব্দুস ছালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও পীরগঞ্জ ইউপির সদস্য মনোয়ার হোসেন মনু, যুবনেতা সবুজ সহ বিএন বি ও অঙ্গ দলের নেতৃবৃন্দ । আলোচনা সভা শেষে মিলাদ ও আসাদুল হাবিব দুলুর সুস্থতা কামনা মহান আল্লাহর কাছে প্রার্তনা করা হয় ।
