আগামী ১ ডিসেম্বর সিঙ্গাপুর যাচ্ছেন এই খল অভিনেতা। তবে কোনো শুটিংয়ের কাজে নয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য তার এই সফর বলে জানিয়েছেন তিনি।
ডিপজল বলেন, ‘প্রতি বছর শারীরিক চেকআপের জন্য দেশের বাইরে যাওয়া হয়। করোনার কারণে এতদিন যেতে পারিনি, এবার যাচ্ছি। সব ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর সিঙ্গাপুর যাওয়া হবে। সেখানে সপ্তাহখানেক থাকা হবে।’
তিনি আরও বলেন, ‘অনেকদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না। তাই এবার যাওয়াটা খুব জরুরি। চিকিৎসা শেষে দেশে ফিরে নতুন ছবির কাজ শুরুর পরিকল্পনা আছে। সবাই দোয়া করবেন।’
অভিনেতার পাশাপাশি ডিপজল চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনাও করছেন। পর্দায় এ অভিনেতাকে নেতিবাচন ও ইতিবাচক দুই চরিত্রে দেখা গেছে। তবে খল অভিনেতা হিসেবেই তিনি অধিক পরিচিত।
উল্লেখ্য, ‘সতী কমলা’ ছবিতে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন ডিপজল। এরপর ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’সহ বেশ কিছু ছবিতে নায়কের ভূমিকায় দেখা যায় তাকে।