শরীফের বিরুদ্ধে চাটখিল থানায় আরেকটি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। উপজেলার নোয়াখলা গ্রামের দুই সন্তানের মা থানায় শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন। এই নিয়ে শরীফের বিরুদ্ধে মোট মামলার সংখ্যা দাঁড়িলো ১১টি।
চাটখিল থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর দুপুরে শরীফ তার ক্যাডার বাহিনীর সহযোগিতায় অস্ত্রের মুখে জিম্মি করে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। তাদরে ভয়ে তখন গৃহবধূ মামলা করতে সাহস পায়নি। ঘটনার প্রায় দুই বছর পর এখন শরীফ রিমান্ডে থাকায় তিনি মামলাটি করার সাহস পেয়েছেন।<