মন্ত্রী স্মৃতি ইরানি জানান, খবর ভুয়া প্রমাণিত হলে সাংবাদিকদের সরকারি স্বীকৃতি (অ্যাক্রিডিটেশন কার্ড) বাতিল হবে। প্রথম দফায় ৬ মাসের জন্য, পরের বার এক বছর এবং তৃতীয় বার একই কাজের পুনরাবৃত্তি হলে পাকাপাকিভাবে সেই সরকারি স্বীকৃতি বাতিল হয়ে যাবে।
সরকারিভাবে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সরকারি সাংবাদিকদের স্বীকৃতি বাতিলের বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয় এখন থেকে ভুয়া খবরের অভিযোগ এল তা ‘প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া (মুদ্রিত খবরের জন্য) এবং নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (ইলেক্ট্রনিক মাধ্যম) এর কাছে পাঠানো হবে। তারা দুই সপ্তাহের মধ্যে বিচার করে দেখবে, খবরটি ভুয়া কি না, ততদিন সংশ্লিষ্ট সাংবাদিকের স্বীকৃতি বাতিল থাকবে। খবরটি ভুয়া প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী তার শাস্তি হবে। সরকারের ওই নির্দেশিকার পরই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। ওই বিষয়টিকে ‘রাজনৈতিক সেন্সরশিপের হাতছানি’ হিসেবে সমালোচনা করেন বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকরা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওই নির্দেশিকা তুলে নেওয়ার নির্দেশ দেন। পিএমও সূত্রে খবর, মোদি জানিয়েছেন ‘ভুয়া খবর’ সম্পর্কিত বিষয়টি প্রেস কাউন্সিল অব ইন্ডিয়াই সামলাবে